বিশেষ প্রতিনিধিঃডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশার বিস্তার রোধকল্পে সিএমপির উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচির অংশ হিসেবে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ এর কার্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও কীটনাশক ঔষধ ছিটানো কার্যক্রমও পরিচালিত হয়।
বৃহস্পতিবার ১ আগস্ট দুপুর ১২:৫০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশক্রমে মহানগর গোয়েন্দা (উত্তর) এর কার্যালয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন, সহকারী কমিশনার (ডিবি-উত্তর) কাজল কান্তি চৌধুরী, পুলিশ পরিদর্শক (ডিবি-প্রশাসন) আতিক আহমেদ চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ পরিষ্কার পরিচ্ছন্নতা ও এডিস মশার বিস্তার রোধকল্পে কিটনাশক ঔষধ ছিটানো কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান ডেঙ্গু প্রতিরোধে করণীয় বর্জনীয় সংক্রান্তে দিকনির্দেশনা প্রদান করেন।