বোয়ালখালী উপজেলায় ডোবার পানিতে ডুবে কানিজ ফাতেমা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে উপজেলার পূর্ব শাকপুরা এলাকার ফকির পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা ওই এলাকার মো. নাছেরের মেয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, বিকেল ৫টার দিকে ওই শিশুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ফাতেমা খেলতে গিয়ে বাড়ির পাশে একটি ডোবাতে পড়ে যায়।,