পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার : জয়দেবপুর চান্দনা চৌরাস্তা হইতে কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোর পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা তিব্র যানজট। ভোগান্তি তে পরেছে সাধারণ জনগন সহ দুর পাল্লার যাত্রীরা, ধীর গতিতে চলছে যানবাহন, আশুলিয়া, জিরানী হতে চন্দ্রা পযন্ত,চন্দ্রা হতে টাঙ্গাইল যমুনাসেতু পর্যন্ত তিব্র যানজট। ৩০ মিনিটের রাস্তা যেতে সময় নিচ্ছে ৩ থেকে ৪ ঘন্টা বলে জানান ভোগান্তির শিকার যাত্রীরা ।