৭১ বাংলাদেশ প্রতিনিধি,মোহাম্মদ আলিঃঢাকা মহানগর দায়রা ও জেলা জজ আদালতে লিফটের পুরাতন তার ছিড়ে ১২ জন আহত হয়েছে।সূত্র জানায় বৃহস্পতিবার ৭ মার্চ আনুমানিক সকাল ১০টা ১৫ মিনিটে আদালতের উত্তর পাশের একটি ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফটের পুরাতন তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচার প্রার্থীরা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আদালতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই ফারুক আহমেদ দৈনিক ৭১ বাংলাদেশ কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে আদালত এলাকার পাশের বেসরকারি হাসপাতাল, ঢাকা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লিফটের দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছেন।