তপু রায়হান রাব্বী, ময়মনসিংহ-জেলা প্রতিনিধিঃ জানবে বিশ্ব জানবে দেশ, দূর্যোগ মোকাবেলা প্রস্তত বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আজ ১০ই মার্চ রোজ শনিবার জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস উদযাপন। তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্দোগে এক বর্নাঢ্য র্্যালী ও আলোচনা সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার সারমিন সুলতানা এর নেতৃত্বে উপজেলা প্রাঙ্গনে বনার্ঢ্য র্্যালী প্রদক্ষিন শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, বকশীমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হুদা দুলালসহ এখানে অনেকে উপস্থিত ছিলেন ।
Discussion about this post