তিন ওলির মাজার জিয়ারত করে দোয়া নিলেন সিলেট-৩ আসনের উপ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী। শুক্রবার (১৮ জুন) প্রথমেই তিনি তাঁর জন্মভূমি দাউদপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম’আর নামাজ আদায় করেন।
পরে হযরত শাহ দাউদ কোরাইশী (রহ.), সিলাম ইউনিয়নের হযরত কুতুব জালাল (রহ.) এবং একই ইউনিয়নের সিলাম বাজারস্থ হযরত শাহ ছৈলানী (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী মোগলাবাজার ইউনিয়নের সত্তিঘর গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা অবহিত হন।
এসময় তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনে প্রার্থী হয়েছি। অতীতে সংসদ সদস্য থাকাকালে এই অঞ্চলের মানুষের জন্য কি করেছি, সেটা দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জবাসী বিবেচনা করবেন।
গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে তিনি পরম করুণাময়ের অপার রহমত কামনা করেন। এসময় তার সাথে দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post