কবিতা:- পুষ্প কাননে মালিনি: কে গো তুমি আমার পুষ্প কাননে
মালানির রূপে ফুল ছিড়ে চলেছে
হাতে লাল চুড়ি গায়ে বেনারসি শাড়ি পায়ে আলতা নুপুর পরে
একটি মিষ্টি মাখা গুন গুন গান শব্দ করে ছুটছে।
তুমি কেমন মালিনি গো তোমারি হাতের পরশ পেয়ে
ফুলে ফুলে কি যেন ফিস ফিস করে
আনন্দে কনিকের লয় বাতাসে বাতাসে কানন উচ্ছাসে খেলায় ভরে।
আলতা রাঙা পায়ে শিশির ভেজা ঘাসের উপর
একটু একটু করে ঝন ঝন নুপুরের শব্দে,
নই অন্ধকার নই আলো ঝি ঝি পোকা এখনো ডাকছে
নুপুরে তাল শুনে তারা যে নিস্তব্দে।
হঠাৎ করে মেঘেরা উঠলো জেগে গগন হতে হালকা হালকা শুরু হয়ে গেছে
বৃষ্টি কয়েক ফোটা মালনির বদনে পড়ে সে দিকে পড়েছে আপামর দৃষ্টি।
বৃষ্টির ফোটা পড়ার সাথে সাথে অধর নয়নে মালিনি তাকালো আসমানের পানে
কি একটা ঝলক ভরা হাসি লম্বা কালো কালো চুল দিল ঝারা কি আনন্দ মনে।
কে গো তুমি এমন তোমার ছন্দ মাখা রূপ ময়
টানা টানা কাজল কালো দুটো আখি ফিরাতে
পারিনা আমার নয়ন মনে হয় আরেকটু তোমায় দেখি।
কে গো তুমি হৃদয় মোর হরন করে এখনো আছো
চুপতি করে কি তোমার আলামত,
অভিনয়ে মোর মন চুরি করে চলিতেছো হেলে দুলে
কি যাও কই গো রানী ভাগবতী হাসমত।
লেখক:-মুহাম্মদ আবু নাঈম (ছবি ফাইল ফটো)