বিশেষ প্রতিনিধিঃএবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেজবানে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শতাধিক গাড়ির বহর নিয়ে নগরীর জমিয়াতুল ফালাহ থেকে বেলা ১ টায় টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধূরীর উদ্যোগে প্রতিবছর ১৫ ই আগষ্ট টুঙ্গিপাড়ায় মেজবানের আয়োজন করা হত। মহিউদ্দীন চৌধূরীর মৃত্যুর পরও মেজবানের সে রীতি অব্যাহত রেখেছে তার পরিবার। এবারো ১৫ ই আগষ্ট টুঙ্গীপাড়ায় প্রায় ৪০ হাজার মানুষের আয়োজন রয়েছে মেজবানে। প্রতিবারের মত এবারও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ প্রায় হাজারখানেক দলীয় কর্মী যাচ্ছে টুঙ্গীপাড়ায়।
যাত্রার উদ্বোধন করে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন- আমার বাবা এবিএম মহিউদ্দীন চৌধূরী গত ২৬ বছর ধরে মহানগর আওয়ামী লীগের সহযোগীতায় টুঙ্গীপাড়ায় ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মেজবান আয়োজন করতেন। বাবার মৃত্যুর পরও আমরা সে ধারা অব্যাহত রেখেছি।
এ যাত্রায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন- আগষ্ট মাস শোকের মাস আবার কুচক্রীদের ষড়যন্ত্রের মাস। এই মাসে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তাই আপনাদের সজাগ থাকতে হবে। এছাড়াও সু-শৃঙ্খলভাবে পুরো আয়োজন সম্পন্ন করারও তাগিদ দেন নেতাকর্মীদের।
১৫ ই আগষ্ট সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পন করবেন শিক্ষা উপমন্ত্রী। এর পর শুরু হবে মেজবান।