মিজানুর রহমানঃখুলনা জেলার দাকোপের বাজুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদ প্রার্থী উৎপল দাস এর পথসভা গত শুক্রবার ১১ ডিসেম্বর সন্ধা সাতটার দিকে বাজুয়া কচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সেবামূখী অবদানের কারনে তার নির্বাচিত ৫ নাম্বার ওয়ার্ডবাসী সহ বাজুয়া ইউনিয়ন বাসীর কাছে বেস সুনাম কুড়াতে সক্ষম হয়েছেন। তিনি ও তার পরিবার দীর্ঘদিন থেকে সক্রিয় ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছে বর্তমানে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমে নেতৃত্বে বিশেষ অবদান রয়েছে, তিনি আপামর জনসাধারণের ও অসহায় হতদরিদ্র মানুষের সেবায় তার রয়েছে বিশেষ অবদান। উক্ত পথসভায় সাধারন মানুষ তার সম্পর্কে বলেন, বাজুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এর দায়িত্বে থেকে সবার পরিচিত প্রিয় মুখ এবং মানুষের সেবা করার মণ মানসিকতা আছে বলে স্থানীয় বক্তারা বক্তব্যে তুলে ধরেন।
অবহেলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে তার বিশেষ অবদান রয়েছে, এলাকা বাসী আরো বলেন, আমরা তাকে যতকুটু চিনি সে সাদা মনের মানুষ। তিনি মানুষের বিপদ আপদে ডাকলে দিনরাত সর্বোপরি সব সময় আমরা তাকে পাশে পাই,তাকে যেন আওয়ামী লীগের দলীয় নমিনেশন দেওয়া হয় এমনটাই নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানিয়েছেন সাধারন খেটে খাওয়া মানুষ গুলো।
এলাকা বাসী আরো বলেন তিনি একজন পরোপকারী এমন প্রার্থী নির্ধারণ হলে হয়তো ভালোই হবে আমাদের সাধারণ মানুষের জন্য।
হাজারও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে সব সময় থাকেন এমনটাই জানিয়েছেন এলাকা বাসী।উক্ত পথসভায় উৎপল দাস বলেন,আমি সব সময় সাধারণ মানুষের সেবা করার জন্য প্রস্তুত তিনি আরো বলেন আমি দীর্ঘদিন ধরে নারীদের অধিকার আদায়ে এবং পুরষের সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেছি ইতিপূর্বে। আইন এ-র শাসন প্রতিষ্ঠা করার জন্য ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসচেতনতা গরে তুলেছি
আমি যতদিন বেঁচে থাকব অসহায় হতদরিদ্র মানুষের সেবা করে যেতে চাই।
তিনি আরো বলেন করেনাকালীন সময়ও আমি মানুষের পাশে থেকেছি।নিজের জীবনকে বাজীরেখে বাজুয়া ইউনিয়নের খেটে খাওয়া সাধারণ মানুষদের দ্বারেদ্বারে নিজের সাধ্যমত সাহায্য পৌঁছে দিয়েছি। তাই আশা করছি আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
Discussion about this post