দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) দাগনভূঞার একটি কনভেনশন হলে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন।
সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান এম এ তাহের পন্ডিত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক আবু ইউসুফ, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব সভাপতি আব্দুর রহিম, এবং দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ট্রাস্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুহিন ও কামরুল ইসলাম টিটু।
আলোচনায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কামরান উল্ল্যাহ ভূঞা, জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলাল, অধ্যাপক মহি উদ্দিন, প্রেসক্লাব সভাপতি ইমাম হাসান কচি, উপজেলা জেএসডি সভাপতি তাজ উদ্দিন আজাদ, ছাত্র সমন্বয়ক প্রিন্স মো. আজিম ও শাহরিযা মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সিনিয়র সহসভাপতি মাওলানা হেদায়েত উল্ল্যাহ।
ট্রাস্ট আয়োজক কমিটির আহ্বায়ক জাকির হোসেন, ডিরেক্টর তবারক হোসেন সোহেল, আলাউদ্দিন আল হাসান, মোখছেদুর রহমান পাভেল, শাহ আলম, আর্জুন দাস, এম এ আরাফাত ভূঞা, আবদুল আউয়াল মিলন, জাহিদ হাসান, মো. ইমরান হোসেন, মো. সোহেল, মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাজ উদ্দিন, মো. বেলাল, কাজী নজরুল হায়দার, মাহাজারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমের প্রতিনিধিগণ।
বক্তারা বলেন, দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ট্রাস্টের কর্মকাণ্ডকে “একটি মাইলফলক” হিসেবে অভিহিত করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরো বলেন ট্রাস্ট ভবিষ্যতেও দাগনভূঞার উন্নয়নে আর ও কার্যকর অবদান রাখবে।


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://dainikekattorbangladesh.com/wp-content/uploads/2025/10/Picsart_25-10-08_01-36-33-878-75x75.jpg)

