পুনম শাহরীয়ার ঋতু(স্টাফ রিপোর্টার):-
গত ২৯ই জানুয়ারী ২০১৮ বাংলাদেশে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজরা সম্প্রদায় কে স্থান দেয়া হয়েছে।বাংলাদেশ সরকার হিজরাদের জন্য পূর্নবাসস্থানের ব্যবস্থা করেছেন এবং কি মাসিক ভাতা চালু করেছেন। তার পরেও কমছে না হিজরাদের উৎপাত।বাস ষ্টেশন,রেল ষ্টেশন, শপিংমল, রাস্তাঘাট, ফুটপাতে, যানবাহনে,সব জায়গায় হিজরাদের উৎপাতে অতিষ্ঠ সাধারন জনগন।সারাদেশ জুড়ে হিজরাদের সংখ্যা দিন দিন যেভাবে বেড়েই চলছে, এতে ভবিষ্যতে ভয়াবহ আকার ধারন করতে পারে।এদের মধ্য পরিপূর্ন হিজরা কেও না।বেশীর ভাগ পুরুষ বা মহিলা টাকার জন্য নকল হিজরা সেঝে ঘুরে বেরাচ্ছে।বিভিন্ন সময় নানা পন্থা অবলম্বন করছে। এতে আসল হিজরাদের পাশাপাশি নকল হিজরাদের সমাগম চলছে। বিশেষকদের বিশ্লেষন মতে। দেশে হিজরাসম্প্রদায় দের কে তৃতীয় লিঙ্গ হিসেবে স্থান দেয়া হয়েছে।এরা সরকারী ভাবে ভাতা পাচ্ছে তার পরের বিভিন্ন জায়গায় সাধারন জনগনদের টাকা পয়সার জন্য ভৃগান্তির মধ্যে ফেলে দেয়।সেখানে সেখানে এমন ভাবে ধরে যেন টাকা না দিয়ে উপায় নেই।মাঝে মাঝে সম্মান হানির ঘটনা ঘটতে দেখা যায়।সারা দেশের ন্যায় ময়মনসিংহ শহরে র বিভিন্ন জায়গায় হিজরাদের উৎপাত বেড়েই চলছে। বিশেষ করে ময়মনসিংহ বাইপাশ মোড়ে হিজরাদের আস্তানাতে পরিনত হয়েছে।বাইপাস মোড়ের এক দোকানদার সেলিম মিয়া জানান, হিজরাদের উৎপাতে তারা এখন অতিষ্ঠ। প্রতিদিন বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে।টাকা না পেলে দোকানে থাকা খাদ্য সামগ্রী নিয়ে যায়, তাছাড়া যানবাহনে উঠে যাএীদের হেনস্থ করে গাড়ী থামা মাএই তিব্র গতিতে ছুটে যায়।যানবাহনে থাকা যাএীরা এবং চালকগন অভিযোগ করেন। তারা মানা করা সত্বেও কোন নিষেধ শুনেনা।এতে আর লজ্জাকর অবস্থায় পরতে হয়। তাই বাংলাদেশ সরকার মহাদয়ের মহান দৃষ্টি আকর্ষন যথাযথ তদন্ত সাপেক্ষ্যে আসল হিজরাদের চিহ্নিত করে নকল হিজরাবাদ বন্ধ করেন সাধারন জনগনের আহবান।
Discussion about this post