কামাল হোসেনঃ বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে সাদিপুর মাদক নির্মুল কমিটির সদস্যরা দুইজন মাদক ব্যবসায়িকে আটক করে পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় সাদিপুর মাদক নির্মুল কমিটির অভিযানে বেলতলা নামক স্থানে অভিযান চালিয়ে মরিয়ম (৫০) কে ৪ বোতল ফেনসিডিল ও জাহিদুল আলী নামে এক যুবককে হেরোইনের পুরিয়া সহ আটক করে । এরপর নির্মুল কমিটির সদস্যরা ১নং ওয়ার্ডের মাদক নির্মুল কমিটির সভাপতি সুলতান আহমেদ বাবুর নিকট হস্তান্তর করেন। এর পর তিনি উক্ত দুই মাদক ব্যবসায়িকে বেনাপোল পোর্ট থানা ও আইসিপি ক্যাম্পে হস্তান্তর করেন।
বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মরিরুজ্জামান ও পোর্ট থানার এ এস আই রবিউল ইসলাম ঘটনার সত্যতা শিকার করেন।
Discussion about this post