অবৈধ সম্পদ অর্জন মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল এপ্রাইজার (আমদানি) মোহাম্মদ হুমায়ুন কবিরকে আট বছর কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে তাকে ১ কোটি টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায় সোমবার ১৪ই মার্চ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারপতি মুনসি আবদুল মজিদ এ রায় দেন। আসামির অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল এপ্রাইজার মোহাম্মদ হুমায়ুন কবির বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বকুপাড়া এলাকার বাসিন্দা ,বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে,দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা অনুযায়ী ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকার অবৈধ সম্পদ অর্জন করায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল এপ্রাইজার মোহাম্মদ হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করা হয়।
২০১০ সালের ৭ অক্টোবর দুদক প্রধান কার্যালয়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন নগরের ডবলমুরিং থানায় বাদি হয়ে এ মামলা করেন। ২০১৮ সালের ৬ আগস্ট তদন্ত শেষে কাস্টমস কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. লুৎফুল কবির চন্দন।
এ বিষয়ে দুদুকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল এপ্রাইজার মোহাম্মদ হুমায়ুন কবিরের বিরুদ্ধে ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকার অবৈধ সম্পদ অর্জন মামলা দেয় দুদক। বিজ্ঞ আদালত সে মামলার রায়ে কাস্টমসের ওই সাবেক কর্মকর্তাকে আট বছর কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা দেন। জরিমানা আদায় না করলে আরো দুই বছর কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।
Discussion about this post