এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃবাগেরহাট জেলার রামপাল উপজেলার সোনাতুনিয়া নামক স্হানে দুরপাল্লার যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন।
এসময় ওই বাসের আরও ২০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত তিনটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এদুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলা পেড়িখালি গ্রমের আবু তাহেরের ছেলে ফেরদাউস, মোংলা পৌরসভার মাদরাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মো. কামরুল। এছাড়া অপর নিহতরে পরিচয় পাওয়া যায়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস মহাসড়কের রামপালের সোনাতুনিয়া এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছে ধাক্কা গেলে উল্টে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে একজন নিহত হন। এছাড়া আরও ২০-২৫ জন আহত হয়। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।