দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মাইনুল ইসলাম (৩৩) ও তার ছোট ভাই মিজানুল ইসলাম (২২) গ্রেপ্তার করেছে থানার পুলিশ।
তারা দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর কাবাড়িপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র। শুক্রবার রাতে থানার পুলিশ তাদের ২৫পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানার এসআই মাসুদ রানা ও এএসআই সারোয়াজাহান দুর্গাপুর পৌর এলাকার শীর্ষ মাদকব্যবসায়ী মাইনুলের বাড়িতে অভিযান চালায়।
এ সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাইনুল ও তার ছোটভাই মিজানুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের শরীর তল্লাশি করে ২৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।জানাগেছে তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
মাদকদ্রব্য আইনে মামলা দায়েররপর শনিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।