মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) নাগরপুরে দুর্গাপূজায় মহা অষ্টমীর রাতে বুধবার আরতী দিতে গিয়ে সুদেব ঘোষ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার সিংজোড়া গ্রামের সুধীর ঘোষের ছেলে। ঘটনাটি ঘটেছে গত ১৭ অক্টোবর রাতে উপজেলার সিংজোড়া ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে। নিহত সুদেব ঘোষের ভাতিজা কার্তিক ঘোষ সাংবাদিকদের জানান,সিংজোড়া ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দির অষ্টমী পূজা উপলক্ষ্যে আরতী প্রতিযোগিতার আয়োজন করে। এ সময় আমার কাকা সুদেব ঘোষ আরতী দিতে গেলে আরতী দেওয়ার সময় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ঘোষ পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।সুদেব ঘোস নাগরপুর বাজারের সুনামের সাথে মিস্টির ব্যবসা করে আসছিলেন।
Discussion about this post