৭১ বাংলাদেশ ডেস্কঃদুর্নীতির মহাসড়কে হাবুডুবু খাচ্ছে দেশ মন্তব্য করে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়। দেশকে বাঁচাতে হবে।’
শনিবার (০৭ এপ্রিল) বিকেলে নগরীর লালদীঘি মাঠে জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্টের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের মানুষ ক্ষমতার পরিবর্তন চায় উল্লেখ করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমরা একক সরকার চাই না। সব একজনের কথায় চলছে। দেশে কোন নিরাপত্তা নেই। এখন তো নির্বাচন হয় না, সীল মারে। নির্বাচন কেন্দ্র পাহারা দিতে হবে। আমাদের প্রস্তুত থাকতে হবে।’
হুসেইন মুহাম্মদ এরশাদ আরও বলেছেন, দেশে কখন কে গুম হচ্ছে আর খুন হচ্ছে আল্লাহ ছাড়া তা কেউ জানে না। তবে এ দেশের প্রধানমন্ত্রী সব জানেন। তিনি বলেন, সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন পদ্ধতি সংঙ্কার করতে হবে। সুষ্ঠ নির্বাচন হলে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ট আসনে জয় লাভ করে সরকার গঠন করবে। বাংলাদেশের মত ব্যাংক ডাকাতি বিশের আর কোথাও হয় নাই জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে বলা হতো ব্যাংকের টাকা নেওয়ার কেউ নাই। এখন বলা হচ্ছে ব্যাংকে টাকা নাই। কোথায় গেল এই টাকা। কৃষককে ব্যাংকের টাকা দিতে না পারলে তখন জেলে যেতে হত। আর এদের যেতে হয় না কেন। প্যারাডাইস পেপারস এদের নাম আসে। এদের তো বিচার হয়না। কৃষকের বিচার হয়।
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় মন্তব্য করে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘দেশের মানুষ দুই নেত্রীকে চায়না। খালেদা, হাসিনাকে চায় না। জিয়াউদ্দিন আহমেদ বাবলু আরও বলেন, ‘দেশের মানুষ পরির্তন চায়। ২৮ বছর ধরে দেশে হত্যা, খুন বেড়ে চলেছে। দেশে চলছে লুঠপাট। আজকের মহাসমাবেশের জনস্রোত প্রমাণ করে দেশের মানুষ সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতায় চান। আগামী নির্বাচনে লাঙ্গল-মোমবাতি মার্কায় জোটবদ্ধ হয়েছে। আমাদের ক্ষমতায় আসতে হবে। দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে।
সম্মিলিত জাতীয় জোটের শীর্ষনেতা ও ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে সমাবেশে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সোলেমান আলম শেঠ প্রমুখ বক্তব্য রাখেন।
Discussion about this post