৭১ বাংলাদেশ ডেস্কঃ
এশিয়া কাপকে কেন্দ্র করে পুরো এশিয়া মহাদেশসহ ক্রিকেটপ্রেমিরা যেন অবাক চোখে তাকিয়ে আছেন খেলার দিকে। প্রতিবারের মত এবারেও নানারকম দূর্নিতির আভাস পাওয়া যায় এশিয়া কাপে। বাংলাদেশ ভারত ম্যাচকে কেন্দ্র করে যেন ক্রিকেটপ্রেমিদের মধ্যে নানারকম মন্তব্য চলছে। খেলার আগেই নাকি বাংলাদেশকে হারিয়ে দেয়া হয়েছে।
একটা ম্যাচ শেষ না হতেই টাইগারদের আবার পাড়ি জমাতে হয়েছিল বেশ দূরের শহরে। কারন ভারতীয় ক্রিকেটাররা নাকি সেখানেই খেলবেন। যদিও খেলার কথা একটা স্থানে থাকলেও হঠাত করে পরিবর্তন করা হয় সেই ভেন্যু। অনেকেই মনে করছেন টাইগারদের বিপদে ফেলার জন্যই ইন্ডিয়ানদের এটা একটা পাতানো চাল। তবুও টাইগাররা কোনরকম প্রতিবাদ না করে তাদের জায়গাতেই খেলতে যান।
তবে টাইগাররা ঠিকভাবে অনুশীলনের সুযোগ না পেয়েও খুব সাহস নিয়ে মাঠে নামে। একদিকে বড় বড় খেলোয়াররা খেলবেনা টাইগারদের। অনেকেই ইন্জুরিতে আছেন। তাই ছোট টাইগাররাই পুরো ম্যাচ খেলবেন। মঠে নামার পর বেশ ভালোভাবেই ওপেনিং করে টাইগাররা। কিন্তু হঠাত করেই যেন দমকা হাওয়ার মত ভেঙ্গে যায় রিয়াদের উইকেট। কারন খুঁজতে গিয়ে অনেকেরই চোখে পড়ে; আম্পিয়ারের ভুল সিদ্বান্ত।
তখন রিয়াদের রান হয়েছিল মাত্র ২৫। টান টান উত্তেজনায় খেলা জমতে শুরু করলেই ভুবেনশরের বলে রিয়াদের এল.বি দেন আম্পায়ার। কিন্তু মাঠে থাকা ক্যামেরা টিভিতে রিপ্লাই করলে দেখা যায় বলতো রিয়াদের পায়ে লাগেইনি। কিন্তু হতভাগা টাইগাররা আগেই তাদের রিভিউয়ের সংখ্যা নষ্ট করায় আর কোন আপির করতে পারেনি। টাইগার ভক্তরা জানায় আমরা জানতাম এমন কিছু একটা হবে। কারন বাংলাদেশের সাথে ভারতের খেলা পড়লেই আম্পিয়াাররা ভারতে পক্ষ নিয়ে বাংলাদেশের পক্ষে চলে যায়।
তবুও টাইগাররা বেশ ভালোভাবেই মাঠে খেলছিল। কিন্তু দর্শক মহলে চলছে নানারকম মন্ব্য। সবাই শুধু জানতে চায় খেলায় দেশভেদে এত বিভেদ কেন?
Discussion about this post