দেবিদ্বার প্রতিনিধি: শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ। এই শ্লোগানকে ধারন করে কুমিল্লা দেবিদ্বারে শনিবার দুপুরে ১৬১ নং ছোট আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা- ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
উদ্বোধন শেষে অত্র প্রতিষ্ঠান মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬১নং ছোট আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো.মজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. হোসাইন আহম্মেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার, কুমিল্লা জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শিরিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক সহিদুল্লাহ খাজা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিএস মান্নান মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পৌর ছাত্রলীগ এর আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাদ্দাম হোসেন।