দেবিদ্বার প্রতিনিধি:পৃথিবী জুড়ে চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণে মহামারী আকার ধারণ করায় মৃত্যুর ঝুঁকি নিয়ে আতংকে আছে অনেক গরীব দুঃখী মানুষ। জীবনযাপনে ও জীবিকা নির্বাহে অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।
নেই কোন টাকা রোজগারের ব্যবস্হা।তার উপর সরকার সারা দেশেই লক-ডাউনের ঘোষণা দিয়েছেন। রাস্তা-ঘাটে,বাজারে প্রয়োজন ব্যতিত বের না হওয়া। এবং সবাই কে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। এই দূর্যোগ মূহুর্তে রাজামেহার পূর্বপাড়া সোনালী সংঘের উদ্যোগে স্হানীয় কিছু গরীব দুঃখী প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে সাবান , মাক্স, চাউল, ডাল, আলু, পেয়াজ বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াতের মাধ্যমে দোয়া ও মোনাজাত করেন রাজামেহার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার খতিব মাওলানা মোহাম্মদ আহমুল্লাহ খাঁন।
এান বিতরণের কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজামেহার পূর্বপাড়া সোনালী সংঘের সভাপতি মো. হাবিব সরকার কবির, সহ সভাপতি মো. জাকির হোসেন পাঠান, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল পাঠান, অর্থ বিষয়ক সম্পাদক মো. আল মামুন সরকার সহ -অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মোমেন, প্রচার সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, সহ- প্রচার সম্পাদক মো. আকতার হোসেন ও সালাম পাঠান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আমির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মো. সেলিম পাঠানসহ অন্যান্য সদস্য গনের মধ্যে মো. সাদ্দাম হোসেন, শাকিল পাঠান, মো. মোর্শেদ আলম সরকার , আমানত উল্লাহ, রাসেল কাজী, জাহিদ সরকার, মো. হেলাম পাঠান, মো. রুবেল পাঠান, মো. সোহেল মোল্লা, মো. ইমন সরকার, মো. মোয়াজ্জেম হোসেন সরকার, মো. জাহিদ মোল্লা, মো. জাহিদুল ইসলাম,মো.বাহাদুর হোসেন,মো. হান্নান প্রমূখ।
সভাপতি মো. হাবিব সরকার কবির বলেন রাজামেহার পূর্বপাড়া সোনালী সংঘের সকল সদস্যগনদের উদ্দেশ্য করে বলেন (১) বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন করা।
(২) দরিদ্র ও এতিম ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সাহায্য ও সহযোগিতা করা।
(৩) প্রতি রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করা।
(৪) প্রতি ঈদে দরিদ্র ও এতিম ছেলে মেয়েদের দুধ চিনি সেমাই এবং আর্থিক সাহায্য সহযোগিতা করে ঈদের আনন্দ উৎসব উদযাপন করা ।
(৫) প্রতি শীতে দরিদ্রদের শীতকালিন বস্ত্র বিতরন করা।
(৬) মসজিদ নির্মাণে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করা। আমরা এই ৬ টি উদেশ্যেবলি নিয়ে আগামী দিনে যেন গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। এজন্য সকলের কাছে একান্ত দোয়া প্রার্থী এবং আল্লাহ সোবহান আল্লাহ তায়ালা যেন আমাদের এই ত্রান বিতরণ কবুল করেন।