৭১ বাংলাদেশ প্রতিবেদক ঃ
চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের কেওচিয়া ইছা পুকুর জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা গত রবিবার মসজিদ প্রাঙ্গনে উনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাওলানা বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্রগ্রাম ১৪ চন্দনাইশ -সাতকানিয়া আংশিক আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসিলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ বলেন, দেশরত্ন শেখ হাসিনার আন্তরিক সুদৃষ্টিতে দেশের প্রত্যেক ধর্মীয় প্রতিষ্ঠান গুলো যুগপোযুগী সংস্কার ও সম্প্রসার হচ্ছে বিভিন্ন ধর্মীয় উপসানালয় গুলোর জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিচ্ছেন,সারা বাংলাদেশে প্রায় সাডে পাঁচশত মডেল মসজিদ নির্মিত হচ্ছে যা ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ করবে,মাননীয় প্রধানমন্ত্রী আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল। তিনি দেশের সকল আলেমদের যুগপোযুগী দক্ষ নাগরিক হিসেবে গডে তুলতে কওমী মাদ্রাসার সনদ প্রদান সহ আলেম ওলামা ও ধর্মীয় সার্থে বিভিন্ন মেগা প্রকল্প হাতে নিয়েছেন এবং তা বাস্তবায়ন করছেন।তিনি আগামী নির্বাচনে দেশের উন্নয়নের সার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্ববান জানান,এবং আন্ধার মানিক সডক দ্রুত সময়ের মধ্যে পাকা করণের প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌর মেয়র দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের,কেওচিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনির আহমদ,মাস্টার সিরাজুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউনুস মাস্টার,ছদাহা ইউনিয়ন চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা ইউনুছ মেম্বার,আলহাজ্ব আইয়ুব,আবু ছালেহ মুন্সি মোহাম্মদ হোসাইন,আবুল হাসেম, নাজিম উদ্দীন,জসীম উদ্দীন,নাছির উদ্দীন,মনির কোং,ফরিদ উদ্দীন,ওসমান গনি,রফিক উদ্দীন,শাহাব উদ্দীন,চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, সালাহ উদ্দীন জুয়েল,সাইফুদ্দীন হাসান ভুট্রু।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও অর্থ সম্পাদক এনামুল হক এর যৌথ সঞ্চালনায় প্রধান ওয়ায়েজ হিসেবে তকরীর পেশ করেন,বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের প্রধান মুবাল্লিগ বিশিষ্ট আলেমে দীন আলহাজ্ব মাওলানা কাজী শিহাব উদ্দীন,বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন কেরানিহাট ফাজিল মাদ্রাসার শিক্ষক,মাওলানা মাহমুদুল হক আনছারী,অত্র মসজিদের খতিব মাওলানা আবুল হোসাইন,সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা এটিএম নোমান,মাওলানা আব্দুল আওয়াল।
Discussion about this post