সিলেট নগরীর মেন্দিবাগস্থ শর্মি মার্বেল এন্ড টাইলস এর ২য় শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠান ১৩ জুন রোববার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, দেশের অর্থনীতি, উন্নয়ন ও অগ্রগতিতে ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অবদান রেখে যাচ্ছেন ।
অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ীরা যে ভূমিকা রাখছেন তা প্রশংসার দাবী রাখে। তিনি ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের কল্যাণে ব্যবসায়ীদের কাজ করার আহবান জানান।
ব্যবসায়ী অধির রায় এর সভাপতিত্বে ও মার্বেল এন্ড টাইলসের সত্ত্বাধিকারী রোটারিয়ান অরূপ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিম সিরামিকস এর ডেপুটি ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) কামরুল ইসলাম, মুনালিসা সিরামিকস এর ডেপুটি ম্যানেজার এম.ডি মনিরুল ইসলাম, সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তোফাজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান ভূইয়া রাজিব। উপস্থিত ছিলেন ব্যবসায়ী মামুন হোসেন, লিটন সরকার, আব্দুল কাদির, ম্যানেজার সাহান আহমদ, ছাত্রলীগ নেতা তারেক আহমদ, তানভীর আহমদ, মাহদি ইসলাম ওমি, মাহবুব হাসান মাহি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল আরো বলেন, বর্তমানে আধুনিক স্থাপত্য শিল্পে টাইলস ব্যবহার দিন দিন বেড়ে চলছে। টাইলস তৈরী প্রতিষ্ঠানের মালিক আমাদের দেশীয় হলে দেশের টাকা দেশেই থাকতো। এতে অর্থনীতি আরো মজবুত হওয়ার পাশাপাশি দেশের পরিচিত বহির্বিশ্বে লাভ করতো। তিনি ব্যবসা বান্ধব দেশ গড়তে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানান।
Discussion about this post