দেশের ছড়া:
মুসা ইসলাম শুভ: ওগো আজি নবীন জাতি
জানো নাকি দেশের কথা?
রক্ত দিয়ে প্রাণ ঝরিয়ে পেয়েছিযে এই সবুজ দেশ।
ত্যাগের সাথে রণবীরে লড়ছে
সকল বীরের সেনা,
সেই শহিদের কতো মূল্য
জল সমুদয় থাকে দেনা।
কৃষক মজুর চাকরিজীবী
তরে তরে জাপিয়ে পড়ে,
স্বদেশটাকে করল তবে
আজকে যেন সবার তরে।
লাখ লাখো বীর শহিদে ঝাঁপিয়ে পড়ে
দেশের তরে ভাই হারিয়ে বোন
হারিয়ে কত স্বজন নিলো ওরে। মাঠ পুড়েছে ওই ঘরবাড়ি
পাকের ছিলো নির্দয়া মন
রক্তে ফেলে কুস্তি হলো
বাঙালিসে এক জীবন পণ।
দেশের তরে মহা নায়ক
ডাক দিল যে মুক্তির ডাক,
আত্ম বলের কণ্ঠ ভরে ঝাঁপিয়ে
পড়ে ও লাখে লাখ।
বড় হলে এই দেশেরই ইতিহাসটি পড়তে পাবা,
পরজাতিরা খাদ্যে নিয়ে
পদে পদে মারত থাবা।
নয় মাস ধরে যুদ্ধ করে
হাজার লক্ষ্য প্রাণটি ঝরে,
অবশেষে হলো এই দেশ সবুজ
শ্যামল তরুর তরে।
সেই থেকে হয় সবুজ
শ্যামল এই বাংলাদেশ
ছবি ফাইল ফটো