জনতার কলাম-কমান্ডার এম এম লালমিয়াঃআমরা গর্ভিত এবারের মন্ত্রীপরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রনালয় গুলোর দায়িত্ব পেয়েছেন সৎ ও যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিবর্গ। আমরা দেশের ১৬ কোটি মানুষ মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মহোদয় ও মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের নিকট আশাবাদী তাদের ছোয়ায় এদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিনত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জন নেত্রীর ডিজিটাল বাংলাদেশ হবে। রাত ৮ ঘটিকায় মাননীয় স্থানীয় সরকার ও পল্লিউন্নয়ন মন্ত্রী মহোদয় চ্যানেল ২৪ এর টকশোতে দেশের উন্নয়নের সুন্দর সুন্দর পরিকল্পনার কথা বলেছেন, স্বাগতম জানাই মাননীয় মন্ত্রী মহোদয়ের উন্নয়নের পরিকল্পনাকে। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন দেশের প্রতিটি গ্রাম হবে শহর। দেশের ৮৭১৯১ টি গ্রাম আছে আর এই গ্রামগুলি আছে স্থানীয় সরকার ও পল্লিউন্নয়ন মন্ত্রনালয়ের অধিনে। দেশের গ্রামগুলি শহর করতে হলে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে করতে হবে। স্থানীয় সরকার বিভাগ দেশের উন্নয়ন সহ সকল কর্মকান্ড পরিচালনা করেন দেশের ৪৫৬২ টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে। আর এই স্থানীয় সরকার দ্বারা সমগ্র বাংলাদেশ পরিচালনার জন্য ৪৫৬২ টি ইউনিয়ন পরিষদে কর্মচারী আছেন প্রতিটি ইউনিয়নে ১ জন ইউপি সচিব ১ জন দফাদার-কমান্ডার ও ৯ জন গ্রামপুলিশ সদস্য।
যদিও ইউপি সচিবের বেতন অন্যান্য সরকারী চাকুরীজীবীদের নিয়মে আছে কিন্তু ১ জন দফাদার ও ৯ জন গ্রামপুলিশ সদস্যের বেতন কাঠামো কোন সরকারী চাকুরীজীবীর নিয়মে নেই এমনকি কোন বেসরকারি চাকুরীজীবীর বেতন কাঠামোর নিয়মেও পড়েনা। যে মন্ত্রনালয়ের অধিনে সমগ্র দেশ চলে দেশের উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয় তার অধিনস্থ কর্মচারীদের কোন বেতন কাঠামো নেই তাদের কোন মান নেই, তাহারা ভিক্ষুকের মতো জীবনজাপন করে। নিজের অধিনস্থ কর্মচারীদের সংসার চালানোর মতো বেতন না দিতে পারলে কি করে দেশের প্রতিটি গ্রাম শহরে পরিনত হবে। দেশের একটি লোকও দরিদ্র সিমার নিচে থাকে দেশের একজন লোকও যদি টাকার অভাবে না ক্ষেয়ে থাকে তাহলে সে দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত বলা যায়না।
আমরা সকলেই জানি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় ও মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান ও বিচরক্ষন ব্যক্তি,স্থানীয় সরকার মন্ত্রীমহোদয় অব্যশই তাদের নিজের অধিনে থাকা কর্মচারী গ্রামপুলিশ সদস্যদের মান ফিরিয়ে দিয়ে ন্যায্য অধিকার আদায়পূর্বক তাদের জীবনমান উন্নয়ন করবে।
Discussion about this post