বিশেষ প্রতিনিধিঃগোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকা থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ মোঃ রুহুল ওরফে মান্নান (৪০), কামরুন্নাহার (২৫) ও হামিদা বেগম (৩০) নামে ৩ জনকে আটক করেছে দোহাজারী পুলিশ।
শনিবার (২৭ জুন) রাতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দোহাজারী পৌরসভাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাগাচর রাস্তার মাথা সংলগ্ন কবরস্থানের সামনে থেকে ওই তিন জনকে আটক করেন বলে জানা গেছে।
আটককৃতদের মধ্যে মোঃ রুহুল ওরফে মান্নান চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের পূর্ব কেশুয়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে। অপর ২জন হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালি ইউনিয়নের গর্জনতলী এলাকার মনছুর আলমের স্ত্রী কামরুন্নাহার এবং শামছুল আলমের স্ত্রী হামিদা বেগম।
এব্যাপারে দোহাজারী তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার রাতে দোহাজারী পৌরসভাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাগাচর রাস্তার মাথা কবরস্থান সংলগ্ন এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।