মোঃ ফয়সাল এলাহীঃদেয়ালধসে আহত ৪ চট্টগ্রাম নগরীর সদরঘাটে পূর্ব মাদারবাড়ি এলাকায় ওয়াসার কাজ করার সময় দেয়ালধসে ৪ শ্রমিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনাঘটে। আহতরা হলেন- ভোলা জেলার লালমোহন উপজেলার মোজাম্মেল হকের ছেলে শামসুল ইসলাম (৩২), একই এলাকার সোলায়মান আলমের ছেলে শাকিল (১৭) ও একই এলাকার মো.হারুনের ছেলে রাফেশ এবং সাতকানিয়ার বাদল চন্দ্র ধরের ছেলে রনজিত ধর। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরচিালক (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওয়াসার পাইপ লাইনের কাজ করার সময় এ দুর্ঘটনা হয়েছে। ’ চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘পূর্ব মাদারবাড়ি এলাকায় ওয়াসার পাইপ লাইনের কাজ করার সময় দেয়ালধসে পড়ে ৪ শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে এবং অন্যজনকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।