৭১ বাংলাদেশ ডেস্কঃবঙ্গবন্ধুকে কটাক্ষ করে প্রবন্ধ প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের প্রকাশক, সম্পাদক ও সংশ্লিষ্ট প্রাবন্ধিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (৫ম) আল ইমরান খানের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবেদুল আজম মাসুদ।
আদালত মামলাটি আমলে নিয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
মামলায় দৈনিক নয়া দিগন্তের প্রকাশক সামসুল হুদা,সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও প্রাবন্ধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খানকে আসামী করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী ছাত্রলীগ নেতা মাসুদ জানান, গত ২৬ মার্চ অধ্যাপক মোর্শেদ হাসান খান দৈনিক নয়া দিগন্তে তার লেখা প্রবন্ধে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে কটাক্ষ করেন। উক্ত প্রবন্ধে স্বাধীনতা ঘোষনা এবং স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধুসহ আওয়ামীলীগ নেতারা পালিয়ে যান বলে উল্লেখ করেন। এতে করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ তৎকালীন আওয়ামীলীগ নেতাদের মানহানি হয়েছে। একজন সচেতন ছাত্রলীগ নেতা এবং বঙ্গবন্ধুর আদর্শেও সৈনিক হিসেবে মামলাটি দায়ের করেছেন বলে জানান তিনি।
মামলায় বাদী পক্ষের আইনজীবি ছিলেন এড. ইব্রাহিম হোসেন বাবুল ও এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
Discussion about this post