ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দৈনিক যুগান্তর ও ইত্তেফাক প্রতিনিধির বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার প্রতিবাদ সভায় তারা ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা প্রেসক্লাব ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের পরিচালনায় ওই সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম শামীম, কলকাতা টিভির ময়মনসিংহ প্রতিনিধি রেজাউল করীম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সেলিম, সদস্য এইচ এম জোবায়ের হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ ফয়েজুর রহমান ফরহাদ প্রমুখ।
অবিলম্বে হয়রানিমূলক ওই মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান তারা। অন্যথায় বিরতিহীন আন্দোলনের ঘোষণা দেয়া হবে ।
Discussion about this post