রামিম দেওয়ান-নওগাঁ ব্যুরোঃ দৈনিক ৭১ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে জনপ্রিয় পিপলস নিউজ টুয়েন্টিফোর ডটকমের নাজমা সুলতানা নীলার প্রতি শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। জনপ্রিয় পিপলস নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক নাজমা সুলতানা নীলার ৪০তম শুভ জন্মদিন পালিত। বিশ্বমঞ্চে আনিয়েজ গঞ্জে বয়াজিউ বিশ্বযাকে মাদার তেরেছা চেনে তিনি বিশ্ব দরবারে মানব সেবাই দৃষ্টান্ত উপস্থাপনকারী একজন সুবিখ্যাত মহিয়সী নারী-নিরক্ষরতা মুক্তির সংগ্রামে একজন সাহসী মানুষ বেগম রোকেয়া-একজন মহিয়সী নারী একটি অনন্য উদাহরন।আমাদের দেশে কবি সুফিয়া কামাল একজন নারী।গর্ব করে বলতে পারি ১৯৭১ সালে অামাদের মহান স্বাধীনতা সংগ্রামে নারীর অংশ গ্রহন আমাদের স্বাধীনতা সংগ্রামকে করেছে আরও বেগবান। আজ বাংলাদেশে প্রতিরক্ষা, বিমান,পুলিশ আনসার সহ সকল ক্ষেতে নারীর অংশ গ্রহন লক্ষনীয় বিষয়।এবং বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান সারা বিশ্ব দরবারে একটি দৃষ্টান্ত। সম্ভবত বাংলাদেশের সংসদই বিশ্বের একমাত্র সংসদ যেখানে স্পিকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা চার জনই নারী।এবং আমরা গর্বের সাথে বলতেই পারি নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের একটি অগ্রগামী উজ্জল দৃষ্টান্ত। এবং আজ বাংলাদেশের নারী সাংবাদিকতায় ও কলম সৈনিক হিসেবে বীরদর্পে সাহসীকতার ভূমিকা রেখে চলেছে দেশের প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায়। এমনি একজন সাহসী নারী কলম সৈনিক সাংবাদিক ,সম্পাদক ও প্রকাশক, সংগঠক নাজমা সুলতানা নীলার ৪০তম শুভ জন্মদিন।তিনি অনলাইন পোর্টাল পিপলস নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক। সুদর্শনা এই মানুষটি ১৯৭৭ সালের এই দিনে তিনি ঢাকা জেলার বাড্ডা থানাধীন স্থানীয় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি রাজনীতি ও সরকার বিভাগ থেকে মাস্টার্স শেষ করে আইন বিভাগে লেখাপড়া চলমান। এরই মাঝে জনপ্রিয় অনলাইন পোর্টাল পিপলস নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঢাকা আঞ্চলিক ও মহিলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রোটারি ক্লাব অফ ঢাকা স্কলার্স এর পরিচালক হিসেব দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরেই। সর্বশেষ তার কর্মদক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে তাকে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভপতির দায়িত্ব দেয়া হয়। তার জন্মদিন উপলক্ষে ১লা নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় আজকের ডাক ডটকমের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আবুল কালাম আযাদ‘র উপস্থাপনায় বার্তা বাজার ডট কমের সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারীর আয়োজনে বার্তা বাজারের লাইভ রুমে কেক কাটার আয়োজন করা হয়। এসময় সকলে তার দীর্ঘায়ু কামনা করেন এবং তার আগামী জীবনে পথ চলার জন্য শুভ কামনা করেন। এসময় নাজমা সুলতানা নীলা ম্যাম, তিনি তার বক্তৃতায় তার প্রিয় পাঠক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সালাম বিনিময় করেন। অতঃপর জন্মদিন অনুষ্ঠানে আগত সাংবাদিক সম্পাদক ও শুভাকাঙ্ক্ষী সঙ্গে নিয়ে একসাথে জন্মদিনের কেক কেটে আনন্দঘন মূহূর্তে শুভজন্মদিন উৎযাপন করার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি করা হয়। পরিশেষে বলার ছিলো হ্যাঁ হে নারী” তোমার গর্ভেই জন্মেছে মনুষ্য বংশধর, তুমিই তো দুনিয়ায় মানব আবাদের সুচনা। নারী তুমি খুশি, তুমিই তো সুখ’ তুমি প্রেমি, তুমি ভগ্নি,তুমি সঙ্গনী রুপে জীবনের নানা রুপ। তুমিই তো তৃপ্তি ’তুমি মুক্তি, তুমি প্রশান্তির অলংকার। নারী তুমি শেষ নবীর কন্যা মা ফাতেমা রুপে আদর্শ্যের উপহার । নারী তুমি চিরসবুজ প্রকৃতির দ্বার, তুমি মাতৃত্বের রুপে জগতের অহংকার। দৈনিক ৭১বাংলাদেশ এর রামিম দেওয়ান-নওগাঁ ব্যুরো,নাজমা সুলতানা নীলার দীর্ঘায়ু কামনা করেন।