৭১ বাংলাদেশ নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর রাণীনগরে প্রায় তিন বছর যাবৎ পাগল বানিয়ে গৃহবন্দি করে রাখা সাদেকুল ইসলাম (৩৮) কে উদ্ধার করা হয়েছে। দৈনিক ৭১ বাংলাদেশ ও বিভিন্ন পত্রিকা সহ অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশের পর রাণীনগর থানার অফিসার ইনচার্জ ও উপজেলা ভারপ্রাপ্ত সমাজ সেবা অফিসার ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করে দিয়েছেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মানষিক বিভাগে স্থানান্তর করেন।
গৃহবন্দি থেকে উদ্ধার হওয়া উপজেলার ভবানীপুর মোবারকপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম খোকার ছেলে সাদেকুল ইসলামের চিকিৎসা খরচ বহনের দ্বায়িত্ব নিয়েছেন রাণীনগর উপজেলা সমাজসেবা অফিস। উপজেলা ভারপ্রাপ্ত সমাজ সেবা অফিসার মো: রেজওয়ানুন বলেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জের মাধ্যমে বিষয়টি জানতে পারি। এরপর সকালে অফিসার ইনচার্জ জহুরুল হকের প্রত্যক্ষ সহযোগীতায় ঘটনাস্থল থেকে সাদেকুলকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেন, সাদেকুল দীর্ঘদিন যাবৎ ফিজোফ্রেনিয়া রোগে ভোগছেন। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।