কবিতাঃপরিমাপ
কবিঃশেখ আশরাফুল ইসলাম,
কবিঃশেখ আশরাফুল ইসলাম,
দুঃখ!
কেন ওজন করা যায় না?
সুখ কে ও তো নয়?
কেন তা হয়!
কেন ওজন করা যায় না?
সুখ কে ও তো নয়?
কেন তা হয়!
আবেগ!
কেন ওজন করা যায় না?
বিবেক কে ও তো নয়?
কেন তা হয়!
কেন ওজন করা যায় না?
বিবেক কে ও তো নয়?
কেন তা হয়!
কিন্ত!
মানবিক দোষ গুণ ওজন করো তুমি
দিয়ে তুমি গুনাহ নেকি
সেটিই আমি মিলিয়ে দেখি।
ও ওজন পাল্লা সাধারণ নয়,
বলতে যে হয়, বলতে যে হয়।
নাম!
দিয়েছো তুমি মিজান পাল্লা,
তুমি সেই, তুমি সেই আল্লাহ।
তুমি সবার মালিক
তুমি সেই আল্লাহ ।
ফাইল ফটো