হোসাইনেরি রক্তে গড়া আমাদের ইসলাম
কবিতা লেখক:মুহাম্মদ আবু নাঈম
হোসাইনেরি রক্তে গড়া আমাদের ইসলাম
ইসলামের জন্যে তিনি দিয়ে গেছেন প্রাণ।
দয়াল নবীর হোসাইন ছিলেন কলিজার টুকরা
তবুও কেন শহীদ করল নিষ্ঠুর এজিদরা,
সেদিন রক্তে লালে রঞ্জিত কারবালার ময়দান।
আকাশ বাতাস চারিপাশ করল হায় হায়
নিষ্ঠুর সীমার ছুরি চালায় হোসাইনের গলায় ,
তাই আজকে মোরা দাবী করি হোসাইনী মুসলমান।
ইসলামেরি জন্য তিনি প্রাণ দিয়েছেন হেসে
এই কথাটি আজো লেখা আছে ইতিহাসে,
তারই বদলা নিবেন নবী হাশরের ময়দান।