এস এম মনিরুজ্জামানঃআমরা সবাই ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় আজ বিকেলে এবারও ১৫০ জন অসহায়, সুবিধা বঞ্চিত শিশু ও তাদের পরিবারের প্রায় ৩৫০ জন সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উৎসবের আয়োজন করেছে। রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন খেলার মাঠে আয়োজন করা হয় এতিম শিশুদের ঈদের পোষাক ও খাদ্য সামগ্রী বিতরনের।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, আমরা সবাই ফাউন্ডেশনের উপদেষ্টা সি.এম তোফায়েল সামি, কৃষিবিদ হাসানুল হক পান্না
আমরা সবাই ফাউন্ডেশনের সহ সভাপতি ও ট্রাস্টি মেম্বার মোহাম্মদ সাকিল খানের সভাপতিত্বে ইফতার মাহফিল ও ঈদ উৎসব পূর্ব আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর সুবিধা বঞ্চিত এতিমদের উদ্দেশ্যে বলেন, ধনী গরিব মিলেমিশে ঈদ হবে একসাথে।
এমন সামাজিক ও মানবিক কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ তথা সমগ্র মুসলিম উম্ম এগিয়ে যাবে। প্রতিষ্ঠিত হবে সহাবস্থানের, দুর হবে সমাজের অসংগতি।