বিশেষ প্রতিনিধিঃনগরে বিয়ের প্রলোভনে দুই কন্যা সন্তানের জননীকে ধর্ষণ ও অর্থ আত্মসাতের মামলায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকিবুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার ৬ জানুয়ারি দুপুরে মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে বাকলিয়া থানা পুলিশ আকিবকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
এ বিষয়ে পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ বলেন, ‘নারী ও শিশু নির্যাতন আইন ও দণ্ডবিধি আইনে করা একটি মামলায় আকিবুল ইসলাম নামের একজনকে বাকলিয়া থানা পুলিশ আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
তিনি আরো বলেন, ‘আসামী আকিবুল ইসলাম সরকারি কর্মচারী পরিচয় দিয়ে বিয়ের প্রলোভনে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করেন। এছাড়াও ওই নারীর কাছ থেকে বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত করার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।
গ্রেফতারকৃত আকিবুল ইসলাম আনোয়ারার হাইলধর ইউনিয়নের সেকান্দার বাড়ির বাসিন্দা। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।