টাংগাইল ব্যুরোঃটাংগাইলের নাগরপুরে ধর্ষন ও ধর্ষনে সহযোগিতার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।আসামিরা হল বেকরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মো: মোবারক হোসেন(২০) ও চৌবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে রাজিব মিয়া(২২)।ঘটনাটি ঘটেছে উপজেলার চৌবাড়িয়া গ্রামে। নাগরপুর থানার চান্দক গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে (ছদ্ধ নাম) কাজলি(১৬) কে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৪.৪.২০১৯ তারিখে রাত আনুমানিক ১০ ঘটিকার সময় আসামি মোবারক হোসেন চৌবাড়িয়া গ্রামে নিয়ে রাজিব মিয়ার সহায়তায় একটি ঘরে ধর্ষন করে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর ১৫.৪.২০১৯ তারিখে আসামীদ্বয় ধর্ষিতাকে এলাসিন ব্রিজের নিকট ফেলে রেখে পালিয়ে যায়।এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো: আলম চাঁদ সাংবাদিকদের জানান, ধর্ষন ও একাজে সহযোগিতার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।