নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর মডেল থানায় ৬ মাস ২দিন পুর্বে যোগদান করেছেন নওগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন। ২৩ মে ১৯ তারিখে (ওসি)আব্দুল হাই এর কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি।
নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া( বিপিএম) এর দিক র্নিদেশনায় নওগাঁ সদর মডেল থানাকে একটি আর্দশ সেবাকেন্দ্রে রুপান্তিত্র করার পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষকে আপ্যায়নের জন্য টেবিলে রেখেছে চকলেট। প্রথমে তাকে চকলেট দিয়ে থানাতে স্বাগতম জানানো হয়।
নওগাঁ সদর মডেল থানাকে সন্ত্রাস,মাদক,চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তোলার লক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। জানাগেছে নওগাঁ থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেনের জন্ম নাটোর জেলার গুরুদাস পুর উপজেলার বিলহরি বড়ী গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে তিনি। (১৯৯৪-৯৫ সেশনে) দর্শন বিভাগের ছাত্র হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন।২০০১ সালে ট্রেনিং এর মধ্যদিয়ে সাবইন্সপেক্টর পদে তিনি প্রথম পুলিশে যোগদান করেন।
তারপর ঢাকা,গাজিপুর, ময়মনসিংহ, এর বিভিন্ন থানায়,ঢাকা মেট্রপলিটন পুলিশে অত্যন্ত চৌকস ও কৌশলি পুলিশ অফিসার হিসাবে বেশ সুনাম অর্জন করেন। এবং ঢাকার কেরানীগঞ্জে অফিসার ইনচার্জ (তদন্ত) হিসাবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। বর্তমানে নওগাঁ সদর মডেল থানায় প্রথম বার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্বরত রয়েছেন। ৪ মাসে ২ বার জেলার শ্রেষ্ঠ আফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, র্নিবাচিত হয়েছেন।
নওগাঁ সদর উপজেলায় সুশাসন প্রতিষ্ঠায় সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা চেয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, ইপটিজিং,বাল্যবিবাহ, সন্ত্রাসী, চাঁদাবাজি র্নিমুলে আমাদের সকলকে তৎপর থাকতে হবে।আইনি সেবা আমাদের সকলের গণতান্ত্রীক অধিকার। আইনি সেবা প্রদানে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর।
এক শ্রেনির অসাধু দালাল চক্রের সদস্য রয়েছে যারা আইনি সেবা নিতে আসা ভোক্তভূগিদের নানারকম ভুলভাল বুঝিয়ে অর্থ আদায় করছে। ভুক্তভোগিদের সতর্ককরণে আমার নিজ উদ্যেগে থানার মুল মুল ফটকে ব্যানার টানানো হয়েছে। যাতে লেখা রয়েছে, জিডি, অভিযোগ ও মামলা করতে কোন টাকা পয়সা লাগেনা কোনরকম হয়রানির শিকার হলে যোগাযোগ করুন। মোঃ সোহরাওয়ার্দী হোসেন অফিসার ইনচার্জ নওগাঁ সদর মডেল থানা।