রামিম দেওয়ান:নওগাঁ জেলা গোয়েন্দা শাখা’র বিশেষ তথ্যের ভিত্তিতে ,নওগাঁর রানীনগর উপজেলা থেকে দেশীয় পদ্ধতিতে তৈরী শার্টার গান সহ গ্রেপ্তার-১ জানাযায়’জেলা গোয়েন্দা শাখার বিশেষ তথ্যের ভিত্তিতে ২৭-০৮-১৯ইং তারিখের জিডি নং-৩২২ মোতাবেক নওগাঁর রানীনগর উপজেলা থেকে শ্রী গোলক সাহা(৬০) নামে এক ব্যাক্তিকে দেশীয় পদ্ধতিতে তৈরী শার্টার গান সহ হাতে নাতে গ্রেপ্তার করেন নওগাঁ জেলা ডিবি পুলিশের একটি দল। উল্লেখ গ্রেপ্তারকৃত শ্রী গোলক সাহা(৬০) রানীনগর উপজেলার ভাটকৈ গ্রামের মৃতঃগয়ানাথ সারার ছেলে।ভাটকৈ বাজারে একটি সাইকেল মেরামতের দোকানের সামনে একটি বাজারের ব্যাগে অস্ত্র নিয়ে সন্ধেহ্ ভাবে চলাফেরার প্রক্কালে উক্ত এলাকায় অভিযান চলাকালে নিশ্চিত সংবাদের ভিত্তিতে ভাটকৈ বাজার থেকে শ্রী গোলক সাহা (৬০)কে হাতে নাতে গ্রেপ্তার করা হয় বলে জানাযায়। অস্ত্র দুইটির দৈর্ঘ যথাক্রমে ১২ ইঞ্চি ও ১১ ইঞ্চি।অস্ত্র আইন ১৮৮৭ ধারা ১৯ অনুযায়ী রানীনগর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে যাহার নং-২১/২০১৯। সঙ্গীয় অফিসার ফোর্স সহ এই অভিজানে নেতৃত্ব দেন নওগাঁ ডিবি পুলিশের তরুন মেধাবী,চৌকুস ও অস্ত্র ও মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এস,আই মোঃ মিজানুর রহমান। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা ও আইনি প্রকৃয়া শেষে আসামীকে জেলা কারাগারে প্রেরনের প্রস্তুতি চলমান বলে জানাযায়।