অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় “উন্নয়নের অগ্রযাত্রায়, সরকারি আইনি সেবার সাফল্য- প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা” শীর্ষক কর্মশালা অনষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জেলা জজ আদালতের নতুন কনফারেন্স রুমে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা লিগ্যাল এইড কমিটি, নওগাঁর চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ এ.কে.এম. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ফজলে রাব্বি বকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ, পুলিশ সুপার প্রশাসন মুহাম্মাদ রাশিদুল হক, বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ (২য়) মোঃ মজিবুর রহমান, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধক ডাঃ রওশনারা খানম, ভারপ্রাপ্ত বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, বিজ্ঞ গভর্ণমেন্ট প্লিডার মোস্তাফিজুর রহমান (ফিরোজ) প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ তাজউল ইসলাম। “উন্নয়নের অগ্রযাত্রায়, সরকারি আইনি সেবার সাফল্য- প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা” শীর্ষক কর্মশালায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা লিগ্যাল এইড কমিটি, নওগাঁর মাননীয় চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জনাব এ.কে.এম. শহীদুল ইসলাম লিগ্যাল এইড বিষয়ে সাধারণ মানুষকে বেশী বেশী তথ্য প্রদান করার জন্য বিস্তরিত তথ্য জানান। এসময় সাংবাদিক ইউনিয়নের বাংলা টিভির আশরাফুল ইসলাম নয়ন, বৈশাখি টিভির এবাদুল হক, যায়যায়দিনের রুহুল আমিন, প্রতিদিনের সংবাদের সবুজ হোসেনসহ নওগাঁ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post