নওগাঁ জেলা প্রতিনিধিঃপুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ স্লোগানে নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্বদেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের চেয়ারম্যান অ্যাড. শহীদুজ্জামান সরকার এমপি।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল আবু সালেহ মো: আশরাফুল আলম, জেলা পরিষদের সচিব এটিএম আব্দুল্লাহেল বাকি, সিভিল সার্জন ডা: মুমিনুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, ডিবির অফিসার ইনচার্জ কেএম সামসুদ্দিন,
সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, জেলা কমিউনিটি পুলিশিং ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।


