অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নিতলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিআরডিবি) অফিসের মাঠ সংগঠক মটরসাইকেল আরোহী ময়েন উদ্দিন (৫২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপূর আড়াইটার দিকে উপজেলার মধুইল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ময়েন উদ্দিন পত্নিতলা উপজেলার পার্ববর্তীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ সাপাহার অফিস শাখার মাঠ সংগঠক। স্থানীয় ও পুলিশ জানায়, দুপূরে ময়েন উদ্দিন মোটরসাইকেল যোগে সাপাহার থেকে পত্নিতলা (নজিপুর) বাজারের দিকে আসছিলেন। পথের মধ্যে সাপাহার-পত্নিতলা সড়কের পত্নিতলা উপজেলার মধুইল বাজার এলাকায় রাস্তার পার্শে রাখা একটি ট্রাকের সাথে ময়েন উদ্দিনের মোটরসাইকেল ধাক্কা লাগে। এতে ময়েন উদ্দিনের মাথায় আঘাত লেগে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে পত্নিতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে হাসপাতালের চিকিৎসক ময়েন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পত্নিতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার জানান, রাস্তার পাশে রাখা ট্রাকের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লেগে তার মাথায় আঘাত লাগে। মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি দায়ের হয়েছে।