অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে নিয়ন্ত্রনহীন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিলন চন্দ্র নামে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বাইপাস সড়কের বোয়ালিয়া মোড়ে বেডো হাসপাতালের পার্শ্বে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিলন চন্দ্র রংপুর জেলার মিঠাপুখুর উপজেলার বেড়ামুকিম গ্রামের পরিমল চন্দ্রের ছেলে।
তিনি স্কয়ার এগ্রোর মাকেটিং অফিসার হিসেবে নওগাঁর বদলগাছীতে যোগদান করতে এসেছিলেন। স্থানীয়রা ও মিলনের সহর্কমীরা জানায়, ঘটনার সময় সান্তাহারের দিক হতে তিনি নওগাঁর দিকে মটরসাইকেল যোগে যাচ্ছিলেন এসময় একই দিক হতে দ্রুত গতিতে আসা একটি ট্রাক সামনে ট্রাফিক পুলিশকে দেখে তাৎক্ষনিক ব্রেক করে মটরসাইকেস আরোহী থাকা সর্ত্বেও বামপাশে চেপে দেয়।
এতে মটরসাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর হেলপার পালিয়ে গেলেও পুলিশ ডাইভার কে আটক করে এবং ট্রাক আটক করে। আটককৃত ট্রাক ডাইভার জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার কৃষ্ণনগর গ্রামের মৃত সামসুল হুদার ছেলে নূর ইসলাম (৩৯) বলে জানা গেছে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ও‘সি জানান,এ ঘটনায় মামলা হয়েছে এবং ট্রাক ডাইভার কে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।