অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে তপন সরকার নামে এক দর্জিকে জবাই করে খুন করেছে দুর্বৃত্তরা। উপজেলা বিলাশবাড়ী ইউনিয়নের চকশ্রীরাম গ্রামে শুক্রবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। তপন সরকার ওই গ্রামের রবীন্দ্রনাথ নাদুর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তপন সরকার গ্রামের পাশে গোপালপুর বাজারে দর্জির কাজ করতেন। কাজ শেষে প্রতিদিন রাত সাড়ে ৮ টার দিকে বাড়িতে ফিরতেন। শুক্রবার রাতে বাড়িতে না ফিরায় বাড়ির লোকজন তার মোবাইল ফোন যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজ করে পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশে ফাঁকা মাঠে তপনের গলা কাটা ও হাত পায়ের রগ কাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। পরে থানা পুলিশকে সংবাদ দেয়া হয়। আরো জানা যায়, তপন সরকার ভদ্র ও শান্তশিষ্ট স্বভাবের। এক সন্তানের জনক। কারো সাথে কখনো দু কথা হয়নি। ধারনা করা হচ্ছে অন্য কোথাও খুন করে বাড়ির পাশে মাঠে লাশ ফেলে যায় দূর্বত্তরা। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত-ওসি) আব্দুল মালেক বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তার কোন সূত্র পাওয়া যায়নি,তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।