নওগাঁ প্রতিনিধিঃমেহেদী হাসান অন্তর নওগাঁর ধামইর হাটে ফেন্সিডিল,ইয়াবা সহ এক ব্যক্তি কে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার বিকেল ৩টায় ধামইরহাট পৌরসভা এলাকায় মোঃ ইসলাম এর (৪৫) মালিকানাধীন ধামইরহাট বাজার নিমতলী মোড়ে সুপার মার্কেটের দোতলায় অভিযান চালায়। অভিযানে পৌরসভা এলাকায় সুপার মার্কেট থেকে ৩০ বোতল ফেনিসিডিল ও ৪০ পিচ ইয়াবা সহ ১ ব্যক্তি কে আটক করেছে পুলিশ।জানাগেছে এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় পৃথক দুটি মাদক আইনের মামলা দায়ের করেছে।