মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দা ও আত্রাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ গরীব অসহায় পরিবারগুলোর মধ্যে নওগাঁ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু হয়েছে।
এই কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে আত্রাই উপজেলার কালিকাপুর ও হাটকালুপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হয়েছে। নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগের প্রধান ডাঃ মোঃ মঞ্জুরুল আলমের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক নাজমুল হক নাদিম, নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মো. কায়েস উদ্দিন, নির্বাহী সদস্য ডাঃ আতিকুর রহমান প্রান্তর এবং কোষাধ্যক্ষ মোঃ খলিলুর রহমানসহ অন্যরা।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল এবং আলু। পর্যায়ক্রমে মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা এলাকায় গরীব অসহায় পরিবারগুলোর মধ্যে অনুরুপ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
Discussion about this post