অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পত্নিতলায় কুক্ষ্যাত মাদক ব্যবসায়ী আনারুল ইসলাম (৪০)কে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। নওগাঁ পত্নিতলা উপজেলার চকমলি ডাঙ্গাপাড়া এলাকার মৃতঃ ছাদেকুল ইসলামের ছেলে আনারুল ইসলাম (৪০)কে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তার নিজ বাড়ী হতে বুধবার রাত সাড়ে ৮ টায় আটক করা হয়েছে । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পত্নিতলা উপজেলার চকমলি ডাঙ্গাপাড়া থেকে ১১০ পিস ইয়াবাসহ ওই বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।