অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন এর সার্বিক দিকনিদের্শনায় নওগাঁ সদর মডেল থানার ও’সি মোঃ আব্দুল হাই এর নেতৃত্বে সোমবার রাত হতে দুপুর পযর্ন্ত বিশেষ অভিযানে মাদক উদ্ধার, ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত পালাতক আসামী ২০জনকে আটক করা হয়েছে। নওগাঁ সদর থানা সূত্রে জানা যায় মাদক সংক্রান্ত আসামী ৫ জন, ওয়ারেন্ট ভূক্ত সাজা প্রাপ্ত আসামী -২ জন, ওয়ারেন্ট ভূক্ত জি আর ও সি আর ভূক্ত আসামী-৬ জন, জুয়া সংক্তান্ত-৩ জন,পুলিশ আইনে -৩ জন ও নিয়মিত মামলায়-১ জন সহ সর্ব মোট ২০ জন আসামী গ্রেপ্তার করেন নওগাঁ সদর থানা পুলিশ। উল্লেখ নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই নওগাঁ সদর থানায় যোগদান করার পর থেকে মাদক সন্ত্রাস নির্মূলে বিশেষ ও কঠোর অবস্থান নেওয়া হয়েছে এর ধারাবাহিকতায় নওগাঁয় ১৪ গ্রাম হিরোইন ২০০ গ্রাম গাজা ১০ পিচ ইয়াবা সহ বিভিন্ন মামলায় ২০ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ ।