নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর বদলগাছী উপজেলার কাশিমালা গ্রামের কুক্ষাত্য মাদক ব্যাবসায়ী ইমরান কে আটক করেছেন নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটককৃত মাদক ব্যাবসায়ী হলেন উপজেলার কাশিমালা দক্ষিন পাড়া গ্রামের আছিম উদ্দিনের ছেলে ইমরান হোসেন (২৬)। এ বিষয়ে এস আই মিজানুর রহমান মিজান বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ২ টার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নওগাঁ বদলগাছী উপজেলার কাশিমালা গ্রাম থেকে ইমরানকে ১৫০ পিস ইয়াবা ও ৫৭ গ্রাম হেরোইন সহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে ।