নওগাঁ মেহেদী হাসানঃ অন্তর নওগাঁর দূর্গাপুরে বাক প্রতিবন্ধী পুজার ধর্ষনকারি পণ্কজকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ থানার অফিস্যার এস আই মো.হান্নান এর নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার সকাল ৯টায় নওগাঁ দূর্গাপুর গ্রামের পণ্কজ বর্তমান (৪৫) এক বাড়িতে অভিযান চালায়। অভিযানে পণ্কজকে আটক করে পুলিশ। আটক পণ্কজ নওগাঁ সং মধ্যদূর্গাপুর (হিন্দুপাড়া) গ্রামের মৃতঃপ্রফুল্লর ছেলে। এ ব্যাপারে নওগাঁ থানার ওসি মোঃ আব্দুল হাই জানান পুজার বাবা শ্রী সুমন ৩৫ বাদী হয়ে থানায় পৃথক নারি ও শিশু দুটি আইনের মামলা দায়ের করেছে।
Discussion about this post