নওগাঁ প্রতিনিধি,রামিম দেওয়ান:জেলা গোয়েন্দা শাখা, নওগাঁর ১ টি টিম মাদক দ্রব্য উদ্ধার অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, অত্র জেলার সদর থানাধীন বালুডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (৩২) পিতা-মোঃ আঃ গফুর ওরফে ভোলা সাং-সাগরপুর মেম্বার পাড়া থানা-বদলগাছী জেলা-নওগাঁ ঘোরাফেরা করছে।
এরুপ সংবাদের ভিত্তিতে ২২অক্টোবর দুপুর অনুমান ১৩.১৫ ঘটিকায় ডিবি পুলিশ মোঃ মেহেদী হাসান কে গ্রেফতার করে। অতপর মোঃ মেহেদী হাসান এর দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত মাদক কারবারীদের গ্রেফতারের এবং মাদক উদ্ধারের জন্য পুলিশ সুপারের নির্দেশে, ডিবির ওসির নেতৃত্বে ডিবির এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ২৩ অক্টোবর রাত ০২.৫৫ ঘটিকায় নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন শিহাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের উত্তরে ব্রীজের নিচে খাড়ির দক্ষিণ পাড়ে মাঠের মধ্যে মোঃ মেহেদী হাসান (৩২)সহ পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে পূর্ব হতে উপস্থিত থাকা অজ্ঞাতনামা মাদক কারবারী,সন্ত্রাসীগন পুলিশ সদস্যদের উপর গুলি চালায়। পুলিশ সদস্যগণ আত্মরক্ষা এবং সরকারী সম্পত্তি রক্ষার্থে পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গোলা-গুলিতে মোঃ মেহেদী হাসান (৩২) এর শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি গুলির আঘাত লেগে, সে গুরুত্বর জখমপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং এএসআই(নিঃ)মোঃ ফেরদৌস আলী, কং ৪১৩ আঃ রহমান কং ৩৯৬মোঃ মনিরুল ইসলামগণ গুরুত্বর আহত হয়। গোলা-গুলির এক পর্যায়ে ৩/৪ জন চোরাকারবারী,সন্ত্রাসী খালে ঝাঁপ দিয়ে খাল পার হয়ে পালিয়ে যায়।
গোলা-গুলির শব্দে এবং পুলিশের ডাক-চিৎকারে আশপাশের গ্রামের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। চোরাকারবারী,অজ্ঞাতনামা সন্ত্রাসীদের ফেলে যাওয়া (১) ১০০ (একশত) বোতল ফেন্সিডিল যার মুল্য=(১০০×১০০০)=১,০০,০০০/-(এক লক্ষ) টাকা, (২) ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট যার মুল্য অনুমান (৫০০×৩০০)= ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা (৩) একটি সচল লোহার তৈরী পিস্তল, যা বাটসহ ৮” (আট) ইঞ্চি লম্বা, যার ব্যারেলের উপরে অস্পস্ট খোদাই করে ইংরেজীতে এবং বাম পাশে অস্পস্ট লেখা আছে। (৪) ১ (এক) টি ম্যাগাজিন। (৫)৩(তিন) রাউন্ড তাজা গুলি ,গুলির পিছনে ইংরেজীতে শভ ৭.৬৫ লেখা আছে, ম্যাগাজিনে ৩(তিন) রাউন্ড গুলি ভর্তি অবস্থায় ছিল, (৬) ৩(তিন)টি লাল রংয়ের অবিস্ফোরিত ককটেল, (৭) একটি বড় ছোড়া (৮) একটি চাপাতি (৯) ৪/৫টি স্যান্ডেল উদ্ধার করা হয়।
গোলাগুলির শব্দ শুনে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুত্বর জখমপ্রাপ্ত মাদক কারবারী মেহেদী হাসান কে চিকিৎসার জন্য দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জখমপ্রাপ্ত পুলিশ সদস্যগণ পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন। জখমী পুলিশ সদস্যগণ বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে
Discussion about this post