অন্তর আহম্মেদ:নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রাস্তার বেহাল অবস্থা , রাস্তা ভাঙ্গা চুরা এবং কাদামাটি দিয়ে ভরা এ রাস্তায় প্রত্যেক দিন ঘটে নানান দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয়ের কলেজ বিজ্ঞান বিভাগের ছাত্র রনিন বলে এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের খুবই কষ্ট হয় এবং এ রাস্তায় একটু বৃষ্টি হলে কাদামাটি দিয়ে ভরে যায় এ রাস্তা দেখে বোঝার উপায় নেই এটা পাকা রাস্তা কিনা কাঁচা রাস্তা ,রনি আরো বলে্ন আমরা চাই অতি তাড়াতাড়ি রাস্তাটা ঠিক করা হোক আমাদের বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছাত্রীদের একটাই দাবি এ রাস্তা সংস্কার করা হোক। এই নিয়ে কথা বলতেই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী রোমানা আক্তার বলেন এ রাস্তা দিয়ে আমরা চলাচল করতে পারিনা চলাচল করতে খুব কষ্ট হয় এবং আমাদের চলাচল করতে খুব কষ্ট হয় আমরা চাই অতি তাড়াতাড়ি রাস্তাটি সংস্কার করা হোক রাস্তাটি ঠিক হইলে আমাদের খুবই উপকার হবে। কলেজের ছাত্রী শোভা বলেন রাস্তার পাশেই ডাস্টবিনের ময়লা দুর্গন্ধে কলেজে যেতে কষ্ট হয় আমরা চাই সুস্থ সমাধান হোক। রুপা বেগম বলেন, এখানে আমাদের বাসা রাস্তার কারণে বাসায় আত্মীয়-স্বজন বাসায় আসতে চাই না এবং বাসায় যাওয়া আসা খুব কষ্ট হয় রাস্তার পাশের ড্রেন না থাকাতে একটু পানি হলে রাস্তার মাঝখানে হাঁটু পানি হয়ে যায়। রাস্তার বিষয়ে মেয়র নাজমুল হক সনি কে ফোন দিলে মুঠোফোন বন্ধ বলে, অফিসে যোগাযোগ করলে অফিসে পাওয়া যায়নি । এই বিষয়ে নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন কে মুঠোফোনে যোগাযোগ করলে বলেন, রাস্তার বাজেট হয়ে গেছে অতি শীঘ্রই আমরা রাস্তার কাজ শুরু করব ইনশাল্লাহ।